দাউদের সবচেয়ে ভালো মলম - পুরাতন দাদ এর চিকিৎসা

দাদ হচ্ছে মূলত একটি চর্মরোগ যা ছত্রাক জনিত ইনফেকশনের কারণে ঘটে থাকে। বর্তমানে এই সমস্যাটি প্রায় সবারই দেখা যায়৷ সঠিক ওষুধ নির্বাচনের অভাবে অসুখটি হয়ে উঠতে পারে অসহনীয়। আমাদের আজকের এই আর্টিকেলে দাউদের সবচেয়ে ভালো মলম নিয়ে আলোচনা করব। আপনারও যদি দাউদের এই সমস্যাটি থেকে থাকে তাহলে দাউদের সবচেয়ে ভালো মলম সম্পর্কে জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। 

দাউদের-সবচেয়ে-ভালো-মলম

তাছাড়া আরো আলোচনা করব - পুরাতন দাদ চিকিৎসা, দাউদের সবচেয়ে ভালো ঘরোয়া ঔষধ, দাদ চুলকানি দূর করার ক্রিম,দাউদের সবচেয়ে ভালো সাবান, দাউদের সবচেয়ে ভালো মলম ইন্ডিয়ান, দাউদের সবচেয়ে ভালো মলম বাংলাদেশ, দাদের ওষুধ স্কয়ার। 

সূচিপত্র - দাউদের সবচেয়ে ভালো মলম 

দাউদের সবচেয়ে ভালো মলম  

দাউদের সবচেয়ে ভালো মলম সম্পর্কে পোস্টের শুরুতেই জানতে পারবেন। অনেকগুলো ক্রিম রয়েছে যেগুলো দাউদে অনেক ভালো কাজ করে। চলুন তাহলে দাউদের সবচেয়ে ভালো মলমগুলো সম্পর্কে জেনে নেই -

Ketoconazole cream –
যেমন: Nizoral.

Terbinafine cream – 
যেমন: Lamisil.

Clotrimazole cream (1%) – 
যেমন: Canesten, Clotrim.

Miconazole cream, 
যেমন: Daktarin.
উপরোক্ত ওষুধগুলো দাউদ রোগে অনেক ভালো কাজ করে। এগুলোর মধ্যে যেকোনো একটি কিনে ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। 

পুরাতন দাদ এর চিকিৎসা 

পুরাতন দাদ হচ্ছে এক ধরনের ফাংগাল সংক্রমণ। অনেকেই দাদ হলে অবহেলা করে। চিকিৎসা করাতে চায় না। 
বার বার দাদ হলে বা দীর্ঘদিন দাদ থাকলে তা অনেক সময় chronic tinea infection বলা হয়। দাদ হলে প্রাথমিক অবস্থায় চিকিৎসা না করলে তা শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যেতে পারে। পুরাতন দাদের সবচেয়ে স্থায়ী চিকিৎসা হচ্ছে অয়েন্টমেন্ট বা ক্রিম ব্যবহার করা। পুরাতন দাদে টেরবিনাফিন ক্রিম, ক্লোট্রিমাজল ক্রিম, কেটোকোনাজল ক্রিম ব্যবহার করতে হবে। এসব ক্রিম আক্রান্ত জায়গায় প্রতিদিন ২ বার করে ২-৪ সপ্তাহ পর্যন্ত লাগাতে হবে। দাদে কখনো কর্টিকোস্টেরয়েড যুক্ত ওষুধ ব্যবহার করা যাবে না। এতে দাদ কমার পরিবর্তে আরো বাড়তে থাকবে। 
দাদ পুরাতন বা বারবার হলে ডাক্তাররা সাধারণত  Itraconazole, Terbinafine অথবা Fluconazole ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।ডোজের পরিমাণ আক্রান্ত স্থানের উপর, ওজন এবং রোগীর বয়সের উপর নির্ভর করে থাকে। 

দাউদের সবচেয়ে ভালো ঘরোয়া ওষুধ

দাদ হলে ঘরে বসেই প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। তবে চুলকানি যদি অনেক বেশি হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। চলুন দাউদের কতগুলো ঘরোয়া উপায় সম্পর্কে জেনে নেই -
নারকেল তেল. 
নারকেল তেল হচ্ছে এমন একটি প্রাকৃতিক অ্যান্টি- ফাংগাল যা আক্রান্ত স্থানে দিনে কয়েকবার লাগালে তা শুকাতে শুরু করে। 
আপেল সিডার ভিনেগার 
আপেল সিডার ভিনেগার যদি আপনি তুলায় ভিজিয়ে আক্রান্ত স্থানে দিনে কয়েকবার লাগান তাহলে তা ফাঙ্গাল ধ্বংস করতে অনেক ভালো কাজ করবে। 
রসুন 
রসুনে রয়েছে শক্তিশালী অ্যান্টি ফাংগাল গুনাবলী। দাউদের জায়গায় রসুন বেটে লাগালে তা অনেক ভালো কাজ করে। আরো ভালো হয় যদি রসুনের রস নারকেল তেলের সাথে মিশিয়ে লাগাতে পারেন। 

হলুদ 
হলুদের রস বেটে যদি আক্রান্ত জায়গায় লাগান তাহলে ফাঙ্গাল অনেক কমে যাবে। তাছাড়া আপনি যদি হলুদ মিশ্রিত দুধ পান করেন তাহলে ভিতর থেকে অনেক ভালো উপকার পাবেন। 
নিমপাতা 
নিমপাতা বেটে আক্রান্ত স্থানে লাগাতে পারেন। এছাড়া নিমপাতা সিদ্ধ করে পানিও লাগাতে পারেন। 

তাছাড়া আক্রান্ত জায়গা সবসময় শুকনো ও পরিষ্কার রাখতে হবে। নখ দিয়ে চুলকানো যাবে না। এতে করে দাউদ বাড়তে পারে। অন্যের জিনিসপত্র ব্যবহার করা যাবে না। 

দাদ চুলকানি দূর করার ক্রিম 

ফাঙ্গাল সংক্রমণ ও জ্বালাপোড়া কমাতে যা ক্রিম ব্যবহূত  হতে পারে:

Luliconazole —এটি হচ্ছে দাদ/চুলকানি দূর করার জন্য বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি অ্যান্টি-ফাঙ্গাল ক্রিম।অন্যান্য আরো ক্রিম হচ্ছে - 
  • Clotrimazole
  • Ketoconazole
  • Terbinafine
Crotamiton —  এই ক্রিমটি চুলকানি ও ত্বক জ্বালার জন্য ব্যবহৃত হয়ে থাকে । 

দাউদের সবচেয়ে ভালো সাবান 

দাউদ হলে মলম বা ওষুধের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতাও খুবই জরুরি। এজন্য প্রয়োজন সাবানের। দাউদ হলে সাধারণ সাবান ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে অ্যান্টিফাঙ্গাল মেডিকেটেড সাবান। টারবিনাফিন বা টি ট্রি অ্যান্টিফাঙ্গাল সমৃদ্ধ সাবান দাউদে অনেক ভালো কাজ করে। ক্লোমাট্রিজল সোপও দাউদের জন্য ভালো সাবান। সাবান দিনে দুইবার হালকা করে লাগাতে হবে। মলম ব্যাবহার করতে হবে কমপক্ষে দুই থেকে চার সপ্তাহ। খেয়াল রাখতে হবে যাতে স্টেরয়েড যুক্ত সাবান ব্যবহার করা না হয় এতে করে দাউদ সাময়িক কমলেও খারাপভাবে ছড়িয়ে পড়বে। তবে সাবান ব্যবহারের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। 

দাউদের সবচেয়ে ভালো মলম ইন্ডিয়ান

দাউদের-সবচেয়ে-ভালো-মলম

দাউদের সবচেয়ে ভালো মলম সম্পর্কে অনেকেই জানতে চায় এবং তারা মনে করে যে ইন্ডিয়ান ব্যান্ডের মলম সবচেয়ে ভালো। চলুন দাউদের কতগুলো ভালো মলম ইন্ডিয়ান সম্পর্কে জেনে নেই। 
১.লুকিনাজল ক্রিম, এটি লুলিফিন, লুলিবেট ব্যান্ডের 
২.মিকোনাজল ক্রিম, এটি ডাকটারিন ব্যান্ডের একটি ক্রিম। 
৩.কেটোনাজল ক্রিম, এটি নিউরাল, কিটোচিপ ব্যান্ডের রয়েছে। 
৪.টারবিনাফিন ক্রিম, এটি লামিসিল, জিমিগ ব্যান্ডের রয়েছে। 
৫.ক্লট্রিমাজল ক্রিম - এটি ইন্ডিয়ান ক্যানডিড, ক্যানেস্টেন ব্যান্ডের রয়েছে। 
উপরে উল্লেখিত সকল ব্যান্ডগুলো হচ্ছে ইন্ডিয়ান ব্যান্ড। 

দাউদের সবচেয়ে ভালো মলম বাংলাদেশ 

একটু আগে জানলেন দাউদের সবচেয়ে ভালো মলম  ইন্ডিয়ান সম্পর্কে। এই পর্যায়ে জানবেন দাউদের সবচেয়ে ভালো মলম বাংলাদেশ সম্পর্কে। চলুন দাউদের সবচেয়ে ভালো মলম বাংলাদেশ সম্পর্কে জানি। 
১.মাইকোনাজল ক্রিম
২.টার্বিনাফিন ক্রিম 
৩.ক্লোন্ট্রিমাজল ক্রিম 
৪.কেটোকোনাজল ক্রিম 
এসব ক্রিম হচ্ছে বাংলাদেশ ব্যান্ডের দাউদের মলম। 

দাদের ওষুধ স্কয়ার

দাউদের-সবচেয়ে-ভালো-মলম

স্কয়ার হচ্ছে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানি। স্কয়ার কোম্পানি দাদের চিকিৎসার জন্য ক্রিম ও ট্যাবলেট তৈরি করেছে যা দাদের চিকিৎসায় ব্যবহূত হয়। স্কয়ার কোম্পানির দাউদের কতগুলো ওষুধ হচ্ছে - 
১.ফানজাইডাল ক্রিম যা ফাঙ্গাল ইনফেকশন, চুলকানি ও দাদের জন্য ব্যবহূত হয়। 
২.টারবিন যা দীর্ঘদিন ধরে থাকা দাদে ব্যবহৃত হয়। 
৩.ইটরাকোনাজল যা বার বার হওয়া দাদের ক্ষেত্রে ব্যবহূত হয়। এটি মূলত ডাক্তার মুখে খাওয়ার জন্য ওষুধ দিয়ে থাকেন। 
৪.ক্যানডিডার্ম ক্রিম যা প্রদাহযুক্ত দাদ এবং তীব্র চুলকানিতে ব্যবহৃত হয়। 
দাদের চিকিৎসা অবশ্যই নিয়ম মেনে এবং ডোজ কম্পলিট করে ব্যবহার করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ক্রিম ব্যবহার করা যাবে না । 

Gacozema cream price in Bangladesh 

Gacozema cream price in Bangladesh সম্পর্কে যারা জানতে চেয়েছিলেন তারা জেনে রাখুন যে বাংলাদেশে 6 গ্রাম Gacozema ক্রিমের দাম হচ্ছে ৪৫ টাকা আর 10 গ্রাম Gacozema ক্রিমের দাম ৫০ টাকা। 

লেখকের মন্তব্য 

আমাদের আজকের এই আর্টিকেলে দাউদের সবচেয়ে ভালো মলম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনার যদি এই রোগটি হয়ে থাকে তাহলে অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাবেন। এরকম আরো নতুন নতুন আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন myteachinfoim.xyz. ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

My Teach Info এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url