সৌদি আরবের প্রদেশ কয়টি ও কি কি

সৌদি আরবের প্রদেশগুলো মূলত সৌদি আরবের অঞ্চল নামে পরিচিত। আনুষ্ঠানিকভাবে এই প্রদেশগুলোকে মূলত সৌদি আরব রাজত্বের আমিরাত নামেও ডাকা হয়। যারা সৌদি আরবে যেতে চায় তাদের অনেকেই সৌদি আরবের প্রদেশ কয়টি ও কি কি এই সম্পর্কে জানতে চায়। আমাদের আজকের এই পোস্টে সৌদি আরবের প্রদেশ কয়টি ও কি কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কাজেই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। 

সৌদি-আরবের-প্রদেশ-কয়টি-ও-কি-কি

তাছাড়া আরো আলোচনা করব - সৌদি আরবের আয়তন কত, সৌদি আরবের রাজধানীর নাম কি, সৌদি আরবের রাজার নাম কি, সৌদি আরবের মাথাপিছু আয় কত। 

আর্টিকেল সূচিপত্র -সৌদি আরবের প্রদেশ কয়টি ও কি কি  সংশ্লিষ্ট সূচিপত্র 

সৌদি আরবের প্রদেশ কয়টি ও কি কি 

সৌদি আরবের প্রদেশ কয়টি ও কি কি তা নিয়ে পোস্টের শুরুতেই জানতে পারবেন। সৌদি আরব সবচেয়ে বেশি পরিচিত মক্কা ও মদিনা শহরের জন্য । মক্কা ও মদিনা ছাড়াও যে সৌদি আরবে অন্যান্য আরো প্রদেশ রয়েছে অনেকে তা জানেই না। সেজন্যই আজকে আমরা আপনাকে জানাতে চেষ্টা করবো সৌদি আরবের প্রদেশ কয়টি ও কি কি। 
সৌদি আরবের প্রত্যেকটি প্রদেশের রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য, প্রশাসনিক কাঠামো এবং নিজস্ব পরিচিত। দেশটিতে রয়েছে ১৩ টি প্রদেশ।নিচে সৌদি আরবের প্রদেশ কয়টি ও কি কি তার একটি তালিকা দেওয়া হলো:

১.উওর সীমান্ত প্রদেশ
রাজধানী হচ্ছে আরার। 
জনসংখ্যা :৩৬৫,২৩১জন
আয়তন:১১১,৭৯৭ কিলোমিটার
এই প্রদেশটিতে সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ এলাকা। 

২.আল বাহাহ অঞ্চল 
রাজধানী :আল-বাহা 
জনসংখ্যা :৪৭৬,১৭২
আয়তন:৯,৯২১ কিলোমিটার 
শীতল আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশের জন্য এই প্রদেশটির অনেক পরিচিতি রয়েছে। 

৩.নাজরান অঞ্চল  
রাজধানী :নাজরান 
জনসংখ্যা:৫৮২,২৪৩
আয়তন:১৪৯,৫১১
এটি হচ্ছে ইয়েমেন সীমান্তবর্তী একটি এলাকা এবং এলাকাটি ঐতিহাসিক স্থাপত্যে সমৃদ্ধ। 

৪.আল জাওফ অঞ্চল 
রাজধানী :সাকারা
জনসংখ্যা :৫০৮,৪৭৫
আয়তন:১০০,২১২ কিলোমিটার 
এই প্রদেশে প্রচুর পরিমাণ জলপাই ও খেজুর চাষ হয়। প্রদেশটি একটি কৃষিপ্রধান দেশ। 

৫.রিয়াদ অঞ্চল 
রাজধানী :রিয়াদ
জনসংখ্যা :৮,২১৬,২৮৪
আয়তন:৪০৪,২৪০ বর্গকিলোমিটার
এই প্রদেশটি সবচেয়ে জনবহুল একটি প্রদেশ 

৬.মক্কা অঞ্চল 
রাজধানী :মক্কা 
জনসংখ্যা :৮,৫৫৭,৭৬৬
আয়তন:১৫৪,১২৮ বর্গকিলোমিটার

৭.আসির অঞ্চল 
রাজধানী:আভা 
জনসংখ্যা :২,২১১,৮৭৫
আয়তন:৭৬,৬৯৩ বর্গকিলোমিটার
এই প্রদেশটিতে রয়েছে প্রচুর পাহাড় এবং অনেক প্রাকৃতিক সৌন্দর্য। 

৮.আল হাসা 
রাজধানী :দাম্মাম
জনসংখ্যা :৪,৯০০৩২৫
আয়তন:৬৭২,৫২২ বর্গকিলোমিটার 

৯.জিজান অঞ্চল 
রাজধানী :জাজান
জনসংখ্যা :১,৫৬৭,৫৪৭
আয়তন:১১,৬৭১ বর্গকিলোমিটার 
এই প্রদেশটি লাল সাগরের উপকূলে রয়েছে এবং প্রদেশটি কৃষি কাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

১০.তাবুক অঞ্চল 
রাজধানী :তাবুক
জনসংখ্যা :৯১০,০৩০
আয়তন:১৪৬,০৭২ বর্গকিলোমিটার 
এখানে অনেক প্রকল্প প্রদেশ গড়ে উঠেছে এবং উওর পশ্চিমের অঞ্চল। 

১১.কাসিম অঞ্চল 
রাজধানী :বুরাইদহ
জনসংখ্যা :১,৪২৩,৯৩৫
আয়তন:৫৮,০৪৬ বর্গকিলোমিটার 
এটি সৌদি আরবের খাদ্য ঝুড়ি হিসেবে পরিচিত। 

১২:মদিনা অঞ্চল 
রাজধানী :মদীনা 
আয়তন:১৫১,৯৯০ বর্গকিলোমিটার 
জনসংখ্যা :১,৪২৩,৯৩৫
ইসলামের গুরুত্বপূর্ণ মদিনা শহর এই অঞ্চলে অবস্থিত। 

১৩.হাইল অঞ্চল 
রাজধানী :হাইল 
জনসংখ্যা :৬৯৯,৭৭৪
আয়তন:১০৩,৮৮৭ বর্গকিলোমিটার 
সাংস্কৃতিক এবং ঐতিহাসিক দিক দিয়ে প্রদেশটির রয়েছে অনেক গুরুত্ব। 
উল্লেখ্য যে, উপরোক্ত জনসংখ্যার হিসাব ২০১৭ সালের একটি পরিসংখ্যান থেকে দেখানো হয়েছে এবং ভৌগোলিক আয়তন কাল্পনিক। 

সৌদি আরবের আয়তন কত 

একটু আগে জানলেন সৌদি আরবের প্রদেশ কয়টি ও কি কি । এখন জানবেন সৌদি আরবের আয়তন কত। সৌদি আরবের আয়তন হচ্ছে ৮,৩০,০০০ বর্গমাইল আর যদি কিলোমিটারে হিসাব করি তাহলে তা হবে ২১,৫০,০০০ বর্গকিলোমিটার। 

সৌদি আরবের রাজধানীর নাম কি 

সৌদি-আরবের-প্রদেশ-কয়টি-ও-কি-কি
সৌদি আরবের রাজধানী সম্পর্কে যারা জানতে চাচ্ছিলেন তারা পোস্টের এই অংশটি থেকে জানতে পারবেন সৌদি আরবের রাজধানী সম্পর্কে। মূলত সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ। 

সৌদি আরবের রাজার নাম কি 

সৌদি আরবের রাজার নাম সম্পর্কে সকলেরই জানার আগ্রহ। মূলত সৌদি আরবের রাজার নাম হচ্ছে সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। তিনি ২০১৫ সাল থেকে ক্ষমতায় বিদ্যমান রয়েছেন। 

সৌদি আরবের মাথাপিছু আয় কত 

এই প্রর্যায়ে জানবেন সৌদি আরবের মাথাপিছু আয় সম্পর্কে। তাহলে চলুন সৌদি আরবের মাথাপিছু আয় সম্পর্কে জেনে নেই। 
ওয়ার্ল্ড ব্যাংকের একটি তথ্য অনুযায়ী ২০২৩ সালে সৌদি আরবের মাথাপিছু আয় ছিলো ৩২,০৯৪ মার্কিন ডলার। ফোকাস ইকোনমিক্স এর তথ্যানুযায়ী ২০২৪ সালে মাথাপিছু আয় ছিলো ৩২,৪০৩ মার্কিন ডলার এবং ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড অনুযায়ী ২০২৫ সালে সৌদি আরবের মাথাপিছু আয় হতে পারে প্রায় ৩৩,২৯০ মার্কিন ডলার এর কাছাকাছি। মাথাপিছু আয় থেকে বোঝা যাচ্ছে যে, সৌদি আরব একটি উচ্চ আয়ের অর্থনীতির দেশ। 

সৌদি নারী বিয়ে 

এই পর্যায়ে জানবেন সৌদি নারী বিয়ে নিয়ে। সৌদি নারীরদের বিয়ের ক্ষেত্রে পরিবার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিয়ের সময় দুই পরিবারে প্রচুর আলোচনা করা হয়। দেশটিতে এখনো এরেন্জ ম্যারেজ প্রচলিত। সৌদি নারীদের বিয়ের জন্য কতগুলো শর্তাবলী রয়েছে। যেমন - নারীদের বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে। যদি ১৮ বছরের কম বয়সের কাউকে বিয়ে দিতে হয় তাহলে আদালতের দ্বারস্থ হতে হবে।

বরকে কনে কর্তৃক নির্ধারিত কাবিন পরিশোধ করতে হবে। সৌদি আরবের কোনো নারী যদি বিদেশি কোনো পুরুষকে বিয়ে করতে চায় তাহলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমতি নিতে হবে। পুরুষটি যদি সৌদি আরবে উপস্থিত থাকে তাহলে তার ইকামা থাকতে হবে। তাছাড়া বিয়ে করার জন্য কতগুলো ডকুমেন্টসও জরুরি যেমন- মেডিকেল টেস্ট রিপোর্ট, চারিদিক সনদপএ, বিয়ের আবেদন ফরম এবং অভিভাবকের সম্মতিপত্র। যদি আপনি সৌদি নারী বিয়েও করুন তবুও আপনি নাগরিকত্ব পাবেন না। আপনাকে ইকামাতে নিয়ে থাকতে হবে। তবে আপনার বউ যদি সৌদির নাগরিক হয় তাহলে আপনার সন্তান সৌদি আরবের নাগরিকত্ব পাবে। 

সৌদি আরবের বাদশা তালিকা :

সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে বাদশারা দেশটি শাসন করে আসছেন। চলুন কোন কোন বাদশা সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে শাসন করে আসছেন তাদের নাম জেনে নেই -
  • বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদ
  • বাদশাহ সৌদ ইবনে আব্দুল আজিজ 
  • বাদশাহ ফয়সাল ইবনে আব্দুল আজিজ 
  • বাদশাহ খালিদ ইবনে আব্দুল আজিজ 
  • বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজ 
  • বাদশাহ আব্দুলাহ ইবনে আব্দুল আজিজ 
  • বাদশাহ সালমান ইবনে আব্দুল আজিজ 
সুতরাং উপরোক্ত বাদশাহ গণ সৌদি আরব প্রতিষ্ঠা লগ্ন থেকেই শাসন করে আসতেছেন। 

আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর 

প্রশ্ন ১: সৌদি আরবের রাজধানী কোন প্রদেশে অবস্থিত?

 উত্তর: সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রদেশে অবস্থিত। 

প্রশ্ন ২:সৌদি আরবের প্রদেশ কয়টি? 

উত্তর: সৌদি আরবের প্রদেশ মোট ১৩ টি। 

প্রশ্ন ৩: সৌদি আরবের জেলা কয়টি? 

উত্তর:সৌদি আরবের জেলা হচ্ছে ১৩ টি। 

প্রশ্ন ৪: সৌদি আরবের রাজধানীর নাম কি? 

উত্তর: সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ। 

প্রশ্ন ৫: সৌদি আরবের রাজার নাম কি? 

উত্তর: সৌদি আরবের রাজার নাম হচ্ছে সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। 

লেখকের মন্তব্য 

আমাদের আজকের এই আর্টিকেলে সৌদি আরবের প্রদেশ কয়টি ও কি কি এবং এর সাথে সংশ্লিষ্ট অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাবেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ নতুন নতুন আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট My Teach Info। ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

My Teach Info এরনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url